দীর্ঘ অপেক্ষার এই ঘুম

দেখা হবে গোধূলিতে!
আমার সূর্যাস্ত বেলায় ডেকে নেবো।
তখন তুমি আমি মুখোমুখি।
আমার আঁধার নামার অপেক্ষায়!

কিছুক্ষনের মধ্যেই অন্ধকারে ছেয়ে যাবে সারা দুনিয়া!
আমি অন্ধকারে মিলিয়ে যাবো!
কালোর জগতে হাতড়িয়ে হাতড়িয়ে তুমি খুঁজবে আমায়!
আমি ততক্ষনে অদৃশ্য!
রাত নেমেছে, আমার তখন ঘুম পেয়েছে!

ভীষণ ঘুম!!
আমি তখন চোখ বুজেছি! কেউ জাগাবেনা…
ঘুমাতে দাও! শান্তির ঘুম!
দীর্ঘদিনের কাঙ্খিত ঘুম। দীর্ঘ অপেক্ষার এই ঘুম!
অনেক অভিমানের এই ঘুম!
কেউ জাগানোর চেষ্টা করোনা,
আমি চোখ খুলবোইনা!

0.00 avg. rating (0% score) - 0 votes