ভাষা জানা নেই
তোমাদের আকার – বিকার
যেন জেগে উঠা নদী
আকাশ সমান শূন্য।
দেখতে পাইনা
তোমাদের চোখ,পোশাক
যেন জন্ম অন্ধ
দেখি নাই কোন দিন।
আমার হাতে যেন পাপ দাগ কেটে যায় নিরালা
নির্বাসিত সংগীত শ্রবণ
বধির কানে একান্তে
কে বাজায় কার সুর
কে বা ঘটায় ঘটনা
ঘুরে বেড়ায় ছায়ার মতো।
প্রিয় কথা গুলো হারিয়ে যায় বৃষ্টির মতো
জং ধরে আবার দেহতে
পিঞ্জিরায় বন্দী সুখ পাখি
সুখ খুঁজে
দিগন্ত জুড়া পৃথিবী।