বিবর্ণ পতাকা
– এম.এম. হাওলাদার
আকাশে-বাতাসে
অশুভ কানাকানি,
আঁধার ঘনিয়ে
অমঙ্গলের ধ্বনি।
বিবর্ণ পতাকা !
শকুনের উল্লাস !
সোনার বাংলা –
অন্ধকারে গ্রাস।
ঘন কালো মেঘ
আকাশের গায়,
আঁধারের বন্দীরা
মুক্তির অপেক্ষায়।
বিবর্ণ পতাকা !
মুক্তির পথ রুদ্ধ !
কোথায় ঐক্য ?
কোথায় জনযুদ্ধ ?