অশুভ প্রেতাত্মা
– এম.এম. হাওলাদার
অভিশপ্ত মৃত্যুর বহুকাল পরে
পরাজিত প্রেতাত্মার পূনর্জন্ম –
সত্যের বিজয় অস্বীকার করে
বদলে দিতে আসছে ইতিহাস !
অশুভ ক্ষমতার প্রলয়-তান্ডব
ভয়াল অপশক্তির বিভীষিকা –
মিথ্যাকে সর্বত্র ছড়িয়ে দিয়ে
নেমে আসছে ঘোর অমানিশা !
সত্য ঢাকা পড়ে যাচ্ছে অন্ধকারে
ধ্বংসের অপদেবতার আমন্ত্রনে –
অমঙ্গল-অমাবস্যার পথ ধরে
এগিয়ে আসছে অশুভ প্রেতাত্মা !