নষ্ট প্রেম 3
–খেয়াল আশিক
এ কেমন নষ্টালজিক প্রেম
যেখানে মন নই , দেহটা বেশি প্রয়োজন।
এ কেমন নষ্টালজিক প্রেম
যেখানে আশা নই , কামনা বেশি প্রয়োজন।
এ কেমন প্রণয়ে গড়া নষ্টনীড়
যা গড়ার আগেই ভাঙার প্রতিক্ষা ।
এ কেমন পণয়ে গড়া সুখের ভেলা
যা মাঝ নদীতে যাওয়ার আগে হারাই পথের দিশা ।
এ কেমন সত্য ভালবাসা
যেখানে কে কাকে ছেড়ে যাবে চলে তার প্রতিযোগিতা।
এ কেমন সত্য ভালবাসা
যেখানে একসাথে পথ চলা নই চলে পথ বাকানোর প্রতিযোগিতা ।
আমি নিজেই জানিনা আমি ঠিক কি করতে পারি ।।।
আমি নিজেই জানিনা আমি ঠিক কি করতে পারি ।।।
* *(খেয়াল আশিক ।)**
বাস্তব্য প্রণয়ের ছলাকলার চিত্র – চরিত্র
বাস্তব প্রনয় এরকমই হয় ।