জানলেনা, কেনো দূর আকাশের দিকে হাত বাড়িয়ে দেই!
কেনো ফেরানো হাত নিয়েও ফিরে যাইনা!
কেনো বলি চরণ দাসী হবো…
কেনো প্রিয় আকাশ টা কে কালো মেঘে ঢেকে দেয়,
আর অক্লান্ত আমি দুই হাতে মেঘ সরিয়ে যাই!
কেন অতি যত্নে রং তুলিতে ওই আকাশে ছবি আঁকি!
কেউ মুছে দেয় সেই ছবি! আর আমি একেই যাই!
কেনো দেহ ত্যাগ করে পাখি হয়ে উড়ে বেড়াই ওই আকাশে।
কেনো বলি ঠাঁই দাও, বাকি জীবন এই আকাশেই থাকতে চাই!
কেনো ভালোবাসি জগতের সবচেয়ে সুন্দর কালো চোখের মাঝে নিজেকে দেখতে!
কেনো প্রার্থনায় তুমি, কেনো চোখের কোণে তুমি!
কেনো শুধু ভিজে যাওয়া বালিশ জানে তোমার গল্প।
কেনো সবার থেকে আড়াল করি নিজেকে!
কেনো মেতে উঠি মরণ নেশায়!
কেনো চোখ ভোরে যায় অভিমানে!
কেনো ভুলি ব্যবধান!
কেন নীরবে মেনে নি সব অপমান!
কেনো চলে যেতে চাই সব ভুলে!
কেনো তোমার ছয় টা দিন পাওয়ার জন্য ছয় মাস অপেক্ষা করি!
কেনো তোমার না ফিরবার কথা শুনে আমি দুনিয়ার মায়া ছারি!
কেনো আকুতি জানাই কিছু বেলা আমায় দাও।
কেনো অচেতন ঘুমের মাঝেও তুমি থাকো।
জানলেনা…!!!