আমরা এখন বাঘের মুখে
বোকা হরিণ শাবক
সাধ্য নেই রক্ষা পাবো
শূন্যে চেয়ে অশ্রুপাত।
শুরুতে প্রাণনাথ
স্বপ্ন গুলো উড়ন্ত ফানুস,
এ অরণ্য কি নয় আমার?
শুধু কি তোমার?
প্রকৃতি বলে সমান অধিকার
বাস্তবে দেখি যার জোর সেই -ই পাওনা দার,
এমন হার নীরব পরাজয়
কবে হবে অরণ্যে শান্তির জয়?