আমার ভাবনার নীলিমায় উড়ে যায় এক ঝাঁক কবুতর
অস্তিত্বে আমার ,তাদের ছায়া ছড়ায় দিবাকর।
নিঃসীম শূন্যে আল্পনা আঁকে পাখির রঙিন পালক,
উদ্ভাসিত উচ্ছাসে আজ ছুটেছে অজানায় শান্তির সাধক।
ডানার বাদ্য তুলে দুঃসাধ্য অভিযানে চলেছে-
বাতাসে তুলে লহর,
আকাশে উড়ছে কবুতর !!