আজ বন্ধন ছেড়ার দিন

 

আজ আমার মন খারাপের দিন,
আজ বন্ধন ছেড়ার বছরপূর্তি,
আজ তোমাকে হারানোর শোকের দিন,
শোকাতর হৃদয়ে পুরনো তোমার ছবিগুলো দেখি
দেখি তোমার পরিপূর্ণ নির্মল সৌন্দর্য,
দেখি তোমার অতীতাশ্রয়ী চোখের অবর্ণনীয় আনন্দ আর সুখানুভূতি,
দেখি উজ্জ্বল প্রাণবন্ত অনবদ্য শিল্পরুপ তোমার চেহারা ,
দেখি শক্তিশালী রূপের অপূর্ব চিহ্ন তোমার কাজল চোখের মনোরম শোভা,
দেখি তোমার কানের দুল,
দেখি তোমার নিবিড় প্রেমলগ্ন অধর, স্পর্শ কাতর ঠোট।
দেখি তোমার হৃদয় ধুয়ে স্বপ্ন মুগ্ধ মুখের অভিব্যক্তি।
দেখি খোঁপাহীন শোভামণ্ডিত চুল, অনিঃশেষ রূপমাধুরীর প্রতিচ্ছবি,
দেখি নিখুঁত বাঁকা ভুরুর আবেদনময় দেহমন্দির।

দেখতে দেখতে মনে হয় তোমার রক্ত-মাংসের কাঠামো স্পর্শযোগ্য হলেও
তোমার সৌন্দর্যের অন্তর্গত পরিশীলিত মহিমা অধরা থেকেই যায়।
বেদনা মাধুর্যে গড়া তোমার সৌন্দর্য খোজা সে এক অনিঃশেষ অন্বেষণ,
কল্পনা ধাবিত হয় এক স্তর থেকে অন্যস্তরে চিরচলমান গতিতে।

ছবি দেখতে দেখতে তোমার আকাঙ্ক্ষা বাড়ে,
তোমাকে কাছে পাবার তাড়না জাগে,
জানি না কেনো আমি তোমার প্রেমে পড়েছি?
তুমি কি দেখতে খুব সুন্দর?
বুঝে উঠতে পারি না কেনো আমি তোমাকে চাই?
তোমার অসাধারন ঝরঝরে মনের জন্য?
নাকি তোমার বিকশিত সুপক্ব পুর্নস্তনী ঘর্মাক্ত দেহের জন্য?
নাকি তোমার দুর্দান্ত মৌলিক চিন্তাধারার জন্য?
নাকি তোমার চোখের তারার পাণ্ডুলিপিটা আমার চাই চাই বলে প্রেমে পড়ে গেলাম,
নাকি তোমার বাঙ্গালী লোকজ মুখের চিত্তাকর্ষক সৌন্দর্য আমায় আন্দোলিত করে?
নাকি অনিবার্য যৌবনের প্রতীক- উষ্ণ উরুর ত্রিকোণ সুশোভিত ভাজের আদিম
আকাঙখায় তোমার প্রেমে পড়ে গেলাম?

আমি জানি না কেনো প্রেমে পড়েছি,
আমি জানি তোমার কাছে আসলে শান্তি পাই,
আমি তোমাকে পেতে চাই আপন করে।
আমি জানি না প্রেম কি?
এতটুকু বুঝি এ এক অনুভূতি তোমাকে কাছে পাবার, তোমার কাছে যাবার,
আমার ভিতরটা তোমার পিছু ছুটছে আর ছুটছে,
এটাই প্রেম, প্রেম চিরদিন কাউকে কাদায় না
তাই আমিও কাদতে চাই না,
আটপৌড়ে জীবনে সুখের ছোয়া নিয়ে আসে প্রেম,
আসো প্রেম করি, প্রেম গড়ি,
আসো ক্লান্তিহীন পথ চলার- অন্তহীন আনন্দের সাথী হয়ে যাই।
আসো আগামী জীবনের স্বপ্নসহচরী।

0.00 avg. rating (0% score) - 0 votes