গরীব চাষী

গরীব চাষী

আব্দুল মান্নান মল্লিক

প্রভাত হলে মাঠের পরে গৃহস্তের কাজে যায়,
অন্ন পেটে থাকে নাকি খোঁজের কেহ নাই।
মাথে ছাতি দিয়ে মালিক জমির আলে বসে,
ফসল কত পাবে তাই মনের অংক কষে।
গরীব চাষী সারাটা দিন কষ্টে খেটে মরে,
কখনো বা জলে ভিজে কখনো ঘর্ম ঝরে।
ঢেলার আঁচড় লাগে পায়ে রক্ত ঝরে পড়ে,
অনেক কষ্ট সহ্য করে সোনার ফসল গড়ে।
কটি খানা অসাড় হয় ফসল কাটার ফলে,
জীর্ণ হাতে শিরটি ওঠে জমি চাষের হলে।
গরীব চাষীর নাইকো বিরাম এইতো জীবন তার,
দু, মুষ্টি অন্নের লাগি খাটবে কত আর?
অন্ত, হীন দুঃখ তবু, মূল্য কেন হীন,
পরের ঘরে তোলে ফসল যায় না চাষীর দিন।
CYMERA_20150413_161248

0.00 avg. rating (0% score) - 0 votes

৩ thoughts on “গরীব চাষী

    • ক্ষমা করবেন, ছন্দ কিভাবে তৈরি হয় আমি নিজেই জানিনা। কারণ, আমি ছন্দবিহীন কবিতা লিখার চেষ্টা করেছি, কিন্ত ঘুরিয়ে ফিরিয়ে আমাকে ছন্দের দিকে টেনে নিয়ে আসে। আমার এই অযৌক্তিক কথাটা লিখতে নিজেরই খারাপ লাগছে, তাহলে পাঠকদের নিকট আরও বেশি খারাপ লাগতে পারে।
      তবুও বেশ কষ্ট করে দু-একটা ছন্দ ছাড়া কবিতা লিখেছি।
      ঠিকমতো আপনার কথার উত্তর দিতে পারলাম কি বা জানিনা।

Comments are closed.