একজোড়া আয়ত চোখ,
দুর্দম মাদকতায় বেষ্টন করে রাখে ,আমার ভাবনালোক।
বেলিফুলের গন্ধে মদির যখন নিশুতি রজনী ,
হেলে পড়া চাঁদ যখন দিগন্তে ছড়ায় রোশনি,
তখন একা জেগে থাকি;
জেগে থাকে আমার সাথে , সেই একজোড়া আঁখি !
একজোড়া আয়ত চোখ,
দুর্দম মাদকতায় বেষ্টন করে রাখে ,আমার ভাবনালোক।
বেলিফুলের গন্ধে মদির যখন নিশুতি রজনী ,
হেলে পড়া চাঁদ যখন দিগন্তে ছড়ায় রোশনি,
তখন একা জেগে থাকি;
জেগে থাকে আমার সাথে , সেই একজোড়া আঁখি !
“জেগে থাকে আমার সাথে, সেই একজোড়া আঁখি ”
অসাধারন কবিতার লাইন
মন্তব্যের জন্য ধন্যবাদ।