রজনী বিদায় বলে সুবেসাদিকের আগমনীবার্তায়
তিমির রাত্রি কালের গর্ভে হারিয়ে ফিরবে আবার
আছে যত পাপ-পরায়জীবী শত বাধায় নহে স্থীর
আসে প্রবল উন্মাদনায়,হিম্মতহীন মানষকামনায়
জাগুগ মানবআত্মা মানবতার মানবিকতায়
রূদ্ধ হউক সকল আত্ম-ক্লেষ-কায়
চাহিনা চাহিনা চিৎকারে গর্জে ওঠে বজ্রের হুকারে
পূর্ব-পশ্চিম,উত্তর-দক্ষিন মানিনা মানিনারে
কি আফ্ররিকা,কি এশিয়া প্রাচ্য-প্রাশ্চতে সব খানে
লোহিত সাগর থেকে বঙ্গ অবদি ধরনীর মধ্যখানে
মোর চয়ন চিহ্ন চির কুমার চির অবকায়
খোদায় দিয়েছে মোরে সৃষ্টির প্রথমায় আপন মহিমায়
আমি যাহা চাহি পাই তাহা অহনিশি
অন্ধকার রজনী ভেদিয়ে মর্তের অট্য হাসিতে প্রকম্পিত করি চারিপাশ
মোর সীমা-পরিসীমা অপরিসীম নাহি ক্ষুদ্র কদকায় আমি বিনাশ
করি সব চুরমার ,উলট-পালট সকলি মোর দাস দসী
কল্পোলেকের স্বপ্নচারী মানব হৃদয় কাদিয়া ফেরে [স্বয়ংক্রিয় সংর
আপনারে লয়ে আপনালয়ে মত্ত ভুলিয়া বিধাতারে
আমি চিৎকারিয়া হুকারি বলিষ্ঠ পদ্মার প্রমত্তায়
আমি বিশ্ব বিধাতা দানিব সকল মানব আত্মায়
রাহু গ্রাসে বন্দি পিন্জরে মানবের সকলি অহমি
আনিয়াছি যাহা কুলসিত কর্দয আত্মায় আমি