কদম ফুল

আমি আবারও ফিরিয়া আসিবো 
এ নিখিলে, এই প্রাচ্যের ডান্ডিতে; 
হয়তো মিশিয়া যাইবো ইট-পাথরে 
আলকাতরা মাখা এ ভাঙা সড়কে। 

এই নগরীর মাটিতে পচে গলে; 
আমি হইবো কদম ফুলের গাছ। 
প্রতি বছর সে গাছে ঢিল ছুঁড়িবে, 
ফুল কুড়াইবে ষোড়শী কিশোরী। 

উন্মাদ উল্লাসে ফেঁটে পরা হাসি 
এই কদম ফুল, আমি ভালবাসি। 
সমাধির পাশে, পুকুর যেন থাকে 
হাঁটু পানিতে, ফুল তুলিতে আসে। 

আমি অবাক হইয়া দেখিব তাহা 
শখটুকু পারিলে মিটাইয়ো, ওগো 
মরিবার পরে, ফুল তুলিতে এসো 
ষোড়শীর ন্যায় তুমি ভালোবেসো।

0.00 avg. rating (0% score) - 0 votes