স্বপ্ন আমার

স্বপ্ন আমায় বলে দিচ্ছে চোখে
কানে শোনা সে বুলি,
মাথায় থাকা চিন্তা-ভাবনার
আন্দোলন ভুরি-ভুরি ৷৷

স্বপ্ন তোমায় দেখাচ্ছে আমায়
বলি তা; বলে আমি হারি,
প্রমত্র, অশান্ত, দুর্জয় যত
প্রাণে আছে রূপের রবি ৷৷

স্বপ্ন আমার স্বপ্ন নয়তো
সত্য হতো যদি,
পেন্সিল কাঠের গুড়ার রঙে
আকঁতাম তোমার ছবি ৷৷

0.00 avg. rating (0% score) - 0 votes