“ এ তুমি ”

মায়াচ্ছন্ন মানবের মাঝে
হয়েছো মহীপিয়াসু সৃষ্টি;
মুহুর্ত্বে তোমার দেখা পেলে ঝরে
দারুন,অপরূপ বৃষ্টি ৷৷

সুন্দর তুমি, পঙ্কজরূপ
লও গো সুবাস
তার-ই অনুরূপ,
নাই কোনো তার তুল্য ৷৷

পতঙ্গ,মৌমাছি হতে চাই আমি ; এতটুকু ছিল আশা
পিরিয়ে দিও না স্বপ্ন আমার ; এই ছিল মোর ভাষা ৷৷

0.00 avg. rating (0% score) - 0 votes