বিরহ বেদনা

১)

মেঘ বালিকা শ্বেত বরন কেশ তোমার
মেঘ দেশে কোন সওদা লও তুমি আপন মনে?
কাশফুলের ঢেউর তালে আচঁল নড়ে প্রেমকুজ্ঞনেে
কি মায়ার বাধঁনে জড়ালে মোরে শ্রাবণ সন্ধ্যাবেলা?

মেঘদূত ডাকিয়া কহে মোরে যাচ্ছনারে আম্রকননে
কমলিণী রহিয়াছে অন্দরে কমলনয়নে
বুকের পাজর ভাঙ্গে একে একে বিতৃষ্ঞ্র হৃদয়
চাতক পাখির মত চাহিয়া রয় বেদনায়

মেঘ বালিকা শ্রাবণ শেষ শৎর এলো বলে
আকাশ মাঝে শুভ্র মেঘের লীলা চলে
নতুন ধানের স্বর্ণ কেশ উকি মারে পূর্বদিগন্তে
লিখে দিলে পত্রে আসবে তুমি হেমন্তে

আমারে বুঝায়েছি অণলদহনে
মেঘ বালিকা,চাহিয়া দেখ বাহির পানে
সবুজ ঘাষ বিবর্ন হহিয়াছে
আলোকউজ্জল প্রভাত কুয়াশায় ঢাকিয়াছে
তবু তো এলো না মনপাখী মায়ার বাধঁনে
আপন কুটিরে মোর সন্ধানে

২)

মেঘ বালিকা স্বর্ণকেশীরে কও
ফাগুনের আগুনে মোরে আপন করে লও
দুর প্রবাসে বসিয়া ভাবি তোমায়, হৃদয়গহীনে
নয়ন যুগল অশ্রুসিক্ত তব প্রেমদহনে

বেত্রাবতির তীরে দাড়িয়ে চাহি উদ্ধোগগণে
মেঘ বালিকা হাসিয়া চাহিয়া রয় আপন নয়নে
কালবেলা গত হহিয়াছে অনন্তকালের তরে
আমি প্রেমের পুজারী, প্রেমদহন অন্তরে

রক্ত লাল জবার লালীমা তোমার শাড়ীর আচঁলে
খোপায় পরেছো শিশির ভেজা শিউলির মালা
মরু উদ্যানে হৃদয়শিহরনী ঢেউয়ের খেলা
পুলকিত হৃদয়ে অবগাহন তব সুতন্বীলে

মেঘ বালিকা কও তারে
এ কুয়াশা থাকবেনা অনন্তকালের তরে
উদিবে নতুন সূর্য,প্রভাত ফেরি ভিড়বে তিরে
কাল হারিয়ে যাবে মহাকালের তরে
না পাওয়ার এ বেদনা ক্ষনিকের মনবেদনা
আমারি মাঝে বানিয়েছি তোমারি কল্পনা

0.00 avg. rating (0% score) - 0 votes