এ শহরে বৃষ্টি হবে

অপেক্ষার মেঘেরা জড়ো হবে; 
কষ্টের বালুকণা উড়বে বাতাশে। 
হঠাৎ নীল আকাশ কালো করে- 

এ শহরে একদিন বৃষ্টি হবে; 
কদাকার রাস্তা, শূণ্য বারান্দা 
ধুলোপড়া ক্যাকটাস ধুয়ে যাবে। 

এ শহরে একদিন বৃষ্টি হবে; 
অপেক্ষার অম্লান অভিমানে 
রাজপথে মৌন মিছিলের ডাকে_ 

এ শহরে একদিন বৃষ্টি হবে; 
পথের ধারে, বাড়ির ছাঁদে 
ভালোবাসার মিলন হবে। 

বৃষ্টিপ্রেমী পথিকের এই গান; 
শুনতে পাবে, দেখতে পাবে- 
এ শহরে যেদিন বৃষ্টি হবে! 

নীল শাড়ীতে, লাল চুড়িতে 
লেপ্টে থাকা শাড়ীর আঁচলে 
হাতে হাত কিছু পথচলা, অতঃপর 
বৃষ্টিস্নাত প্রণয়ীর কম্পিত ঠোঁটে চুম্বণ। 

অপেক্ষারত প্রেমিকের এই সফলতায় 
কবি’র নীল ক্যানভাসের অনুকাব্যে 
রচিত ভালোবাসার সাতকাহন- 
অংকিত এ শহরের জলরঙ।

0.00 avg. rating (0% score) - 0 votes