সময় বলছে ভাবছি তোমায়
ভালোবাসার আজব মায়ায়।
হয়তো ভূল ছিলাম এতদিন;
তুমি কাছে ছিলেনা যতদিন।
সময় এসেছে শুধরে নেয়ার
নীল ক্যানভাস লাল করার
ভালোবাসার পৃথিবী গড়ার
জীবনকে পরিবর্তন করার
সময় আমাদের হাতে বন্দি,
করবো ভালোবাসার ফন্দি।
আমি তোমার তুমি আমার;
দুজন দুজনার সুখ-দুখে সঙ্গী