শীতলক্ষ্যা

এই সেই শীতলক্ষ্যা
যে পানিতে গাঁ ভাসিয়ে
গড়া প্রাচ্যের ডান্ডি।

আছে নদী-বন্দর
দু পাড়ে কোটি মানুষ
কোটি মানুষের স্বপ্ন।

এই সেই নদীর পানি
যে পানির সাথে
পবিত্র গঙ্গার মিল।

অথচ কত অবহেলায়
এই শীতলক্ষ্যা নদী
অবহেলিত নারায়ণগঞ্জ।

দুপাড়ের মানুষের অবহেলায় অযন্তে
মরতে বসেছে আমাদের শীতলক্ষ্যা।

0.00 avg. rating (0% score) - 0 votes