জনম জনম চির স্তায়ি তুমি স্বাধীন এই ভুবনে,
মৃত্যু হলেই সব যায়কি মুছে যদি থাক হৃদযয়ে-
একদা তুমি ধরে ছিলে হাল আধার ভাঙ্গিয়া এনেছ সকাল।
যে সকালের আলোতে আজ মাথা উচু করে চলি,
সেই আলোতে ঘুরে আবার বাংলায় কথা বলি।
তোমার কারনে আজকে আমি নিজেকে চিনলাম,
বাঙ্গালি বলে নিজেকে পরিচয় দিলাম।
মনে আমার থাকবে তুমি বাঁচি যত কাল,
তোমার অাদর্শে গোরব জিবন ধরে রবো তোমার হাল।