তোদের জন্য বন্ধু

Exif_JPEG_420

যখ আমার কষ্ট হয় কাউকে বলি না,
তোদের কাছে ছুটে আসি পাই শান্তনা।
কোন কোন কাজে আমি পেয়ে জাই ভয়-
তাকিয়ে দেখি তোরা সাহস থাকে ভরা।
সব ভয় চলে যায় তোদের ইসারায়,
থাকিস তোরা শারা জিবন চোঁখের কিনারায়।
অভিমানে যাই বলি মন থেকে না,
সে কথা ভেবে আবার দুঃখ পাশ না।
কোন দিন তোদের আমি ভুলে যাব না,
আমি জানি দুরে গেলে তোরাও ভুলবি না।

0.00 avg. rating (0% score) - 0 votes