পূর্বের সব গ্লানি করেছে কর্তণ,
হয়েছে বাংলার বাঘ পরিবর্তণ।
এগারো জন দেশের অহংকার;
সর্বত্র তোমাদের জয়জয়কার।
জয় বাংলা, বাংলার জয়ের উচ্ছ্বাস
একাত্তরের স্বাধীনতা বিজয় উল্লাস
খেলেছো তোমরা মাঠে কয়েকজন
প্রার্থনা করে সারাবাংলার জনজন।
এ হলো বাংলাদেশ দলের অর্জন;
বিশ্ব দেখেছে খেলার মাঠে গর্জন।
ষোল কোটি মানুষের এ আবেদন
বাঙলার মাটিতে পাকিস্তান ধর্ষণ।
সুন্দরতম
ধন্যবাদ