একটি কবিতা লিখব বলে
চৈত্রের ভরা দুপুর বেলা
গিয়েছিলাম রক্তের মিশিলে।
বারুদ আর টিয়ালশেলে
সাজালাম কবিতার পংক্তি।
একটি কবিতা লিখব বলে
গাও-গেরামে কৃষানের মাঝে
ক্ষেত-খামারে চাষা-বধূর চরন তলে
অজুত মায়ার বাধনে
সাজালাম কবিতাটি।
একটি কবিতা লিখব বলে
কুয়াশা ভরা তিমির রাত্রি ভেদ করে
সীমানা প্রাচীরে লিখে দিলাম
অমর কবিতাখানি
”আমাদের সংগ্রাম চলছে,চলবে
বাতিলের সব বাধা মাড়িয়ে”
উঠবে নতুনের বিজয় কেতন
পূর্ব দিগন্তে।
মিশিলে মিশিলে ভরে উঠবে
রাজপথ আরও এক বার
অমর কবি আসবে,
কবি আসবে,
তাই তো ভরা দুপুর বেলা
টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলা
এক মঞ্চেে এক হৃদয়ে সব বাঙ্গালী
কৃষক মজুর,কামার কুমার,
জেলে তাতীঁ ছিলো না কোন ভেদা ভেদ।
কবি আসছে,কবি আসছে
তার অমর কবিতাটা নিয়ে
প্রলয় ঝংকারে কেপে উঠলো রের্সকোষ থেকে পল্টন
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।