রক্ত কবরী

আজি বসন্তের এ পড়ন্ত বিকালে
এ হৃদয় মন মানবী ঘ্রাণে ভরে গেছে
শিমুলের চূড়া ভরে উঠেছে রক্ত কবরীতে
প্রেয়সী মোর,প্রেমের পূজারী আমি
হৃদয় মনন,অনল দহনে বাষ্পিত
ফাগুণের আগুনে ওষ্ঠের স্পর্শে
থর থর কম্পন হৃদয় আবরনে
হে মায়াবী,তুমি এসেছিলে তিমির রজনীতে
জোৎসনা ভরা আম্র কাননে
গুল্মের পরতে পরতে
শান্ত নদীর ঢেউয়ের তালে তালে
ছিলনা কোন ক্ষীপ্রতা,সাবলীল বালিকা
কে হে তুমি আমারি মাঝে বিলীয়ে দিলে তোমারি
তোমারি ঘ্রাণ অঙ্গের পরতে পরতে
হে নীল বম্বঃ অরুন বরুন পর্বতমালা
পুস্পিত দিগন্ত সবুজের অরন্য
যখন হলুদে তামাটে বিবর্ন
তবু কেন রমনীর কামুনী
শ্রাবনের স্রোতস্বণী প্রবাহমান
বেদনা বধূর সন্ধা সাজ
হে পর্জন্য !
হে মোর বিধাতা

0.00 avg. rating (0% score) - 0 votes