নদির জল ডাকিয়া পুকুরের জলেরে কয়,
তোর কত আনন্দ থাকস এক জায়গায়।
বার ঘাটের বার লাথি খাইতে হয়না তোর,
কবে কোথায় থাকি আমি নাই কোন খবর।
পুকুরের জল কহে ছারিয়া নিশ্বাস,
এক ঘাটে ভাল না লাগলে অন্য ঘাটে যাছ।
আমার কি শাদ্ধ আছে অন্য ঘাটে যাই,
লাথি গুতা সব তাই হযম কইরা লই।