কবির অাকাঙ্ক্ষা

এস এম সজীব হোসাইনকবির অাকাঙ্ক্ষা
এস এম সজীব হোসাইন।
মোরে যাব আমি চোলে যাবে মোর প্রান,
সৃতি রবে আমার পদ্মা মেঘনা যত খন।
কারো কারো বুকে কারো কারো মুকে-
কারো বা অন্তরে থাকব শারা খন।
কেউ কেউ আমায় নিয়ে আঁকবে ছবি লিখবে কবিতা,
আমার নামটা দেখলেই বোলবে এই সেই লোকটা।
টাকা কড়ি চাইনা আমি চাই সম্মান,
ইতিহাসের পাতায় যেন থাকে মোর নাম।

0.00 avg. rating (0% score) - 0 votes