হারানো দিনের স্মৃতি (ছোটদের ছড়া-কবিতা)

-1-

 

আমি রোজ সকালবেলায়,

গাঁয়ের পাঠশালাতে পড়ি।

গুরুমশাই বসতেন চেয়ারে,

হাতে থাকত বেতের ছড়ি।

 

-2-

 

ছুটির দিনে, তেঁতুল তলায়,

রাঙা মাটির পথের ধারে।

নদীর জলে সাঁতার কেটে

পৌঁছে যেতাম নদীর পারে।

 

-3-

 

পশ্চিমে আম-কাঁঠালের বনে

যখন আসত পড়ে বেলা।

রোজ বিকালে পাড়ার মাঠে

হা-ডু-ডু, কানামাছি খেলা।

 

-4-

 

ভর-দুপুরে গাছের ছায়ায়

তাস খেলতে ভাল লাগে।

ছেলেবেলার খেলার স্মৃতি

মোর আজও মনে জাগে।

 

-5-

 

শৈশবের স্মৃতি পড়লে মনে

মনটা যেন কেমন করে,

হারিয়ে যাওয়া অতীত স্মৃতি

আজও আমার মনে পড়ে।

0.00 avg. rating (0% score) - 0 votes