ভালবাসি তাই

দোয়া কোরবেন জাতে ভাল কিছু লিখতে পারি।

দোয়া কোরবেন জাতে ভাল কিছু লিখতে পারি।

ভালবাসি তাই।
এস এম সজীব হোসাইন

ভয় পাইনে আজ কোন বাধার ভালবেসেছি তাই,
চাইনে আমি আর কিছু তোমায় যদি পাই।
তোমার যদি ইচ্ছে থাকে কোন ভয় নাই,
পাহার সাগর পারি দেব শাধ্যকে ঠেকায়।
লোকে কহে ভালবাসায় নেই কোন ভয়,
যদি পায় সেটা ভালবাসা নয়।
কহ তুমি চাওগো মোরে,
বাকিটা দেখিয়া লইবো পরে।
কে কি কহিল তাতে কিবা আসে যায়,
প্রেমিক আমি এটাই নিজ পরিচয়।
ভাল না বাসিলে কহ মোরে দূরে চলে জাই,
মিথ্যে আশ্বাস পাওয়ার কোন দরকার নাই।
অন্য কোন কুল থাকিলে কহ মোরে খুলে,
কোষা করে দিয়া আমু সে কুলের পানে।
ঈশ্বরের কাছে মোর একটাই চাওয়া,
শারাটা জিবন যেন তোমায় দেয় ছায়া।

0.00 avg. rating (0% score) - 0 votes