আমি শান্ত নদীর মোহনা
উর্মিমালার হাসনাহেনা
আমি এসেছিলাম মুক্তির মিশিলেে
একান্ন থেকে একাত্ত হয়ে শিমুলের ফুলে
রক্ত লাল জবা হয়ে কামনীর খোপায়
স্বাধীনতার পরশ নিয়ে মায়ের আচলের তলায়
আমি- স্বাধীন মুক্ত মানব
আমি- জোয়ার প্রমত্ত পদ্মা
আমি- নব উন্থান নব উন্মাদ
আমি- প্রলয় কালবৌশাখী ত্রিনাদ
আমি-প্রবল প্রায়াস বায়ুর অট্রহাসি
আমি- সাম্য শান্তি একত্ববাদ
আমি চিরতরু যুবকের হাসি
কামার কুমারের বলিষ্ঠ হাতের রেখা
শ্রমিক মজুরের গায়ের ঘ্রান
কৃষান বধূর মায়ার বাধঁন
বেদনা বধুর রাখালের সুর
বাশঁবাগানের বাঁশির সুর
আমি-সকাল বেলার হাসি নতুন সূর্য উদয়
আমি-শিউলি ফুলের মালা ছলনাময়ীর কামনা
আমি-ঝিঝি পোকার সাজ সন্ধ্যা নব-বধূর মনবেদনা
আমি -আনিব নতুন প্রভাত কালবেলা
প্রলয়ের ঘুর্নিচক্রে