শশীকনা
এস এম সজীব হোসাইন।
রবি না থাকিলে শশী দায়িত্ব পায়,
মেঘ আসিলে সে ভার কে বুঝিয়া লয়।
প্রদ্বিপের স্বাধ্য আছে করে যত চেস্টা,
বাতাস আসিলে আবার ব্যাথ্য হয় তা।
রবি শশী দুয়ে মিলে ব্রক্ষেরে শুধায়-
কুপি ছারা আলো পাওয়ার আর কিছু নাই?
ব্রক্ষে হাসিয়া কহে তোমরা ভেবো না,
মানুষি সৃস্টি কোরবে এর উপমা।
রবি থেকে শশি আলো হয়ে আসবে,
শশী কনা কুড়ে মানুষ ঘরে ঘরে রাখবে।