আমার মাঝে আমাকে খুজে ফিরি
আমি এক অভিমানি অভিশপ্ত
শিলার নিচে ঘুমন্ত এক পথচারী
কালের স্রোতে হারিয়ে যাওয়া শাখারি
আমাকে অভিশাপ দাও হৃদয়ের গভীর থেকে
কেননা আমি এক অভিমানি ভুলে গেছি তোমাকে
ফাগুণের আগুনে রক্ত লাল শিমুল
রমনার বটমূলে প্রথম পরিচয়
শ্রাবনের ধারা ছিল চারিদিকে
কালো রঙ্গের শাড়ী,মাথার উপর সামান্য টানা ছিলো
অবচেতন মনে পুলকিত নয়নে
অবগাহন করে ছিলাম তোমার মাঝে
গোলাপী পাপড়ী দুটি নড়ছিলো অনবরত
নয়ন যুগলে কদম ফুলের পরশ ছিলো
তুমি বলেছিলে রেখে দিতে মহরের ন্যায়
স্বর্গীয় ভালবাসায় অনন্ত কালের জন্য
কিন্তু
আমি এক অভিমানি
চলে গিয়েছিলাম রক্তের লহরে
রক্ত রক্ত লাল নীল কালো রক্ত
অগুনিত লাশের স্তুপ পেছনে ফেলে
আগুনের স্ফুলিগ্ন অগ্নি লাভা পার হয়ে
হেমন্তের কোন এক সন্ধ্যাবেলা এসেছিলাম
সব কিছু আগের মত ছিলো ছিলেনা তুমি
মায়ার পিন্জরে সামান্য রক্ত ক্ষরন
আমাকে করে দিলো এক অভিমানি
আজ অনেক দিন পর তোমাকে দেখলাম দুর থেকে
লাল বেনারশীতে তোমাকে অতুলনীয় লাগছিলো
হেমন্তের ছলনাময়ী মায়াবী হাসি
গুমরে বলে উঠে কাছে যাস না
এতো আমারি ধণ আমারি নয়
আমি এক অভিমানি