যৌবন সুধা

আমি শৃঙ্খলহীন বিশৃঙ্খল,
সর্বদা অশান্ত।
ম্লান বদনে বলিনি কভু,
প্রভু, আজ আমি বড় ক্লান্ত।

আমি চির যৌবনময় যুবক।
নব যাত্রার তরে, সকলেই বলে,
যাত্রা শুভ হোক।

নব জাগরণের তরে, ঈশ্বরের ব্যর-এ,
চির যৌবন মোর ধড়ে।

আমি সূর্যের মতো অটল,
অসত্যের ঐ বিশাল দেয়ালে ধরাবো-ই আমি ফাটল।
আমি অটল, আমি যুবক!
আমি সৃষ্টি উন্মাদনায় উন্মাদ আর চির সত্যের ধ্রুবক!

………………………… যোজন

5.00 avg. rating (98% score) - 1 vote