এটাই বুঝি ভালোবাসা

কান পেতে শুনি…!
তার হৃদস্পন্দন। তার প্রতিটি হৃদস্পন্দন গুনতে পারি।
এটাই বুঝি ভালোবাসা।

তার প্রতিটি শাসপ্রস্বাস গুনি, এটাই বুঝি ভালোবাসা।
তার প্রতিটি চলার কদম আমি না দেখেই গুনতে পারি
এটাই বুঝি ভালোবাসা। …

প্রথম বার নিজেকে শপে দেয়া, এটাই বুঝি ভালোবাসা।
কুড়ি বছরেরও বেশি সময়ের অঙ্গীকার ভঙ্গ করা,
এটাই বুঝি ভালোবাসা।

দ্বিধা-দন্দ সব ভুলে গিয়ে প্রথম বার ঠোঁটে ঠোঁট সিক্ত করা,
এটাই বুঝি ভালোবাসা।

সারা জীবনের সমস্ত অহংকার প্রিয়তমের চরণে বিসর্জন দেয়া,
এটাই বুঝি ভালোবাসা।

এক ঘর ভর্তি মানুষের মাঝে থেকেও নিজেকে একা ভাবা,
এটাই বুঝি ভালোবাসা।

হাজার মানুষের ভালোবাসায় থেকেও
বাউলের ভালোবাসা পাবার জন্য মন ছটফট করে,
এটাই বুঝি ভালোবাসা।

মনের অজান্তে চোখ ভিজে যায়,
এটাই বুঝি ভালোবাসা।

কাল যা পাপ ছিল, আজ তা ঐশ্বরিক।
আজ তা পুণ্য, আজ তা স্বর্গীয়।
এটাই বুঝি ভালোবাসা।

0.00 avg. rating (0% score) - 0 votes