একুশে বইমেলা

এই মাঘ পেরনো হার কাঁপানো বৈরি হাওয়ার শীতে,
উঠছে মেতে এক সনে সব বইমেলারই গীতে।
যাচ্ছে সবাই কিনিতে বই বাংলা একাডেমী,
দেখা যাবে উচ্ছ্বাস ভিড়ে হাজারও বই প্রেমী।
সবার মাঝেই বইয়ের নেশা করবে ফেরী মনে,
মিশবে সবাই এক মনেতে বই মেলারও সনে।
কিনবে কেহ গল্প আবার কেউবা উপন্যাস,
কাব্য নিয়েও থাকবে কারও দীপ্ত জয়োল্লাস।
কিচির মিচির গুঞ্জনেতে উঠবে মেতে প্রাঙ্গন,
বই কিনতে হবে সবার প্রতীক্ষা কাল ভাঙ্গন।
কিনবে সবাই মন হরষে নানান রকম বই,
চল যাই সব একসাথে চল বইপ্রেমীরা কই?
নানান রকম বই উঠিবে নানান তাদের লেখা,
যাবে মেলায় নতুন পুরোন অনেক লেখক দেখা।
নানান জাতের বই থাকিবে ভিন্ন হবে মলাট,
কারও কপাল খুলবে আবার পুড়বে কারও ললাট।
বাঙালীদের প্রাণের আসর একুশে বইমেলা,
যায় যে কেটে সময় বুঝি ফুরিয়ে গেল বেলা।
হাসবে কত শব্দ আজি শত বইয়ের ভাঁজে,
খুঁজতে যাবো মন যাহা চায় এসব বইয়ের মাঝে।
হইহুল্লারে থাকবে মেতে মেলার দোকান সব,
মনের মত বই কিনিতে উঠবে কলরব।
সব দোকানেই ভিড় হবে ভাই বই কিনিবার তরে,
মনের মত বই কিনে ভাই ফিরবো তবে ঘরে।
বই হল ভাই জ্ঞানের খনি পরবে তাহা যত,
বাড়বে তোমার শিক্ষা দীক্ষা জ্ঞান বাড়িবে তত।
বইয়ের মাঝে সব লেখকই মন মিশিয়ে লেখে,
পরবো তাহা মন আনন্দে মনোযোগ দিয়ে দেখে।
ভিন্ন ভিন্ন বই কত ভাই ভিন্ন তাদের নাম,
ইচ্ছে জাগে সকলি বই কিনিয়া পড়তাম।
সবগুলো বই এনে রাখতাম আমার আপন ঘরে,
কাটিয়ে দিতাম বছর সারা তাদের পড়ে পড়ে।
যতই থাকুক ঝর্ণাধারা আকাশ বাতাস ইন্দু,
মানুষের তরে বই হল ভাই সবচেয়ে বড় বন্ধু।
আজ উঠবে মেতে হাজার লেখক শব্দ গড়ার খেলায়,
চল সবাই আজিকে যাই একুশে বইমেলায়।।

রাহাত হোসেন

0.00 avg. rating (0% score) - 0 votes