হাসতে গেছি ভুলে

আজ বাধনহারা কাঁদনে মোর অক্ষি ভিজে যায়
মনখানা সেই কাঁদন ভুলে একটু হাসতে চায়
সেই হাসির মাঝে থাকবে শুধু সুখ শান্তির পরশ
উতলা এই ভুবনে মন সদাই খোঁজে হরষ
বহুদিন হয় হাসি না ভাই হাসতে গেছি ভুলে
অশান্তিতে হারায়ে গেছে সুবাস মনের ফুলে
যে দিকে যাই সেথায় শুনি অগ্নিবীণার সুর
অজান্তে সে শান্তি খোঁজে দূর হতে বহুদূর
তোমরা সবাই এনে দাও ভাই মোর তরেতে শান্তি
ঘুচাতে চাই শান্তিতে সেই মনের সকল ক্লান্তি
ভ্রান্তি ভুলে ভরা ধরায় একটু হাসি খুঁজি
ঐ হাসিকে সাজাতে ঠোঁটে কান্না করি পুজি
কান্না আমার কান্নাই রয় হাসির অন্তরালে
মনে হয় মোর নাই হাসি এই উতলা ধরাতলে
হাসি খুঁজে হাসির আশায় সময় হইলো পার
হারায়ে হাসি নিঠুর ভবে ফিরায়ে পাওয়া ভার
তাই বলি ভাই হাসি তোমার তোমার কাছেই রাখো
হারায়ে গেলে হরষ কেহ এনে দেবে নাকো
হাসতে হবে মনখুলে সেই মনেই হাসির বাস
খুঁজতে তাহা অন্য কোথাও করিও না অভিলাষ
মনের মাঝেই সুখ দুঃখ একই কক্ষে থাকে
কেউ যদি দেয় হাসি অপর অস্রু চোখে আঁকে
মনের মাঝেই হাসি কান্না খুঁজে নিও ভাই
বাইরে থেকে তাহা নেয়ার সুযোগ ভবে নাই
তাহা খুঁজতে গিয়েই আমার হাসি ভুলে যাওয়া
হাসির আশায় ঢের হতাশায় কান্না ফেরত পাওয়া

রাহাত হোসেন

0.00 avg. rating (0% score) - 0 votes