সর্বনাশা হাসি

সেই তুমি আজ এসেছো বহুদিন পর, 
ক্লান্ত হৃদয় যাকে খুঁজছে যাযাবর। 

প্রিয়তমা, বদলে গেছি আমি, 
দীর্ঘ সময় লেগেছে বদলাতে। 
টুকরো টুকরো সুখ কুড়িয়ে 
আজ পরিবর্তিত আমি। 

জানি অভিমানের খাতায়, 
উঠেছে আমার নাম! 
তবে আমার বদলানো যেমন 
তুমি বদলালে এ কেমন? 

দেহ বদলালে, 
স্বপ্ন বদলালে, 
বদলালে ভালোবাসা! 
হাসিটা কেন বদলালে না 
ওটাইতো সর্বনাশা।

0.00 avg. rating (0% score) - 0 votes