বিষাক্ত নিকোটিনের ফোম

কোরিডোরের পাশে রাখা জলন্ত সিগারেটটা 
বাতাশের মিতালিতে শেষ হলো অপেক্ষায়। 

তবুও তুমি ফিরে দেখনি এ হৃদয়ের অঙ্গার 
একদিন জ্বলে জ্বলে পুড়ে ছাঁই হবে দহনে 
অহামিকা ভেঙ্গে চুরমার হবে ভালোবাসা। 

নিকোটিনের চ্যাপটা বিষাক্ত ফোমের মত 
অভিমানের ক্ষোভে লাল হবে তোমার মুখ।

0.00 avg. rating (0% score) - 0 votes