অর্গাজমের বৈধ প্রেম

যুবক বয়সে যৌণ সঙ্গমে প্রবনতা 
শরীরের রন্ধ্রে রন্ধ্রে জাগে উষ্ণতা 

যৌবনের মাঠে চাহিদার অপূর্ণতা 
কামের নেশা, বিবেকহীন ক্ষিপ্রতা 

যৌণাচারের পিছুটানে কর্মবাঙালি 
আবেগময় কথার মিছে অভিমানে 

একটুআধটু দুষ্টু মিষ্টি কথোপকথন 
আধুনিকতার দাবিতে যৌনাবেদন 

সাময়িক মৌণতায় শরীর বিসর্জন 
পাশ্চাত্যরীতি অনুকরণপ্রিয় সেক্স 

কামনাময়ী সহবাসের বিছানাসঙ্গী 
আঁছড়ে পরে দেহের কামবাসনায় 

নারীদেহের এ অবৈধ ভালোবাসা 
একপর্যায়ে অর্গাজমের বৈধ প্রেম

0.00 avg. rating (0% score) - 0 votes