এখানে সে নেই
নেই কোলাহল,
ক্যানভাসে রঙ।
পাতাহীন বটবৃক্ষ
জলহীন শুষ্ক নদী
চাঁদহীন আকাশ
এখনে সে নেই
আছে হতাশা,
মনের দীর্ঘশ্বাস
অভিমান অভিমান।
এখানে সে নেই
নেই কোলাহল,
ক্যানভাসে রঙ।
পাতাহীন বটবৃক্ষ
জলহীন শুষ্ক নদী
চাঁদহীন আকাশ
এখনে সে নেই
আছে হতাশা,
মনের দীর্ঘশ্বাস
অভিমান অভিমান।