অভিমান

এখানে সে নেই 
নেই কোলাহল, 
ক্যানভাসে রঙ। 

পাতাহীন বটবৃক্ষ 
জলহীন শুষ্ক নদী 
চাঁদহীন আকাশ 

এখনে সে নেই 
আছে হতাশা, 
মনের দীর্ঘশ্বাস 
অভিমান অভিমান।

0.00 avg. rating (0% score) - 0 votes