অমর একুশে ।।। কবি অধ্যাপক শফিক তপন
———————————-
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত এই একুশে ফেব্রুয়ারী,
আমাদের এই বাংলা ভাষার বদৌলতে বিশ্বব্যাপী হয়েছে তা জারী ।
যারযার মাতৃভাষা প্রত্যেক দেশ প্রেমিকের হৃদয়ে হয় সদা লালিত,
শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু করে দিনটি পালিত ।
বীর বাঙালীরা ভাষার জন্য ঢেলে দিয়েছে তাঁদের বুকের তাজা রক্ত,
বুলেটের মুখে বুক পেতে প্রমাণ করেছে ভাষার জন্য ওরা কত ভক্ত ।
সেদিন আটই ফাল্গুনে বাংলা ভাষার জন্য ছাত্ররা জীবন রাখে বাজী,
তাঁদের মহিমান্বিত ত্যাগে ভূলুণ্ঠিত হয় ভাষাকে নিয়ে যত কারসাজী ।
ভাষা সৈনিক রফিক জব্বার বরকত সালাম তোমরা মোদের ভাই,
তোমাদের ফুলে ফুলে শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা শহীদ মিনারে যাই ।
বিশ্ববাসী নিজেদেরকে উজাড় করে শ্রদ্ধা জানায় তোমাদেরই স্মরণে ।
সদা জাগ্রত রবে চিরটাকাল সবে অমর একুশে ফেব্রুয়ারীকে বরণে ।
তোমাদের নাম চির ভাস্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মিনারে,
অনন্তকাল তোমাদের এ দান হবে অভ্যর্হিত সব দেশের সব কিনারে ।
কোনদিন ভুলবনা তোমাদের আত্মবিসর্জনের ঐ অমর একুশের ঋণ,
তোমাদের রক্ষিত বাংলাভাষায় অলঙ্কৃত থাকবে এই বাংলা চিরদিন ।