ভালবাসি তরে

ভালবাসি তরে
————————
ভালবাসি তরে,
বন্ধু ভালবাসি তরে,
তর লাইগা মনটা আমার
কাইন্দা কাইন্দা মরে ।
পুকুর পাড়ের পূর্ব পাশে আমার বন্ধুর বাড়ি,
বন্ধুর মনটা সরল সোজা রস গোল্লার হাড়ি ।

আমি যখন পাগল হয়ে বন্ধুর ধারে আসি,
ভালোবাসি বললে দেখি মুখে মুচকি হাসি ।

ডাকলে আসেনা না কাছে থাকে দূরে দূরে,
দিবস রাত বন্ধুর চিন্তা মাথায় মাথায় ঘুরে ।
ভালবাসি তরে,
বন্ধু ভালবাসি তরে,
তর লাইগা মনটা আমার
কাইন্দা কাইন্দা মরে ।

শফিক তপন
ক্যানবেরা,
১ ফাল্গুন ১৪২২

0.00 avg. rating (0% score) - 0 votes