তনু মনে জড়ালে

তনু মনে জড়ালে
—————–
ফাগুনের এইদিনে
বন্ধু ফাগুনের এইদিনে,
তনু মনে জড়ালে
তুমি ভালবাসার ঋণে ।
বন্ধুর মাথার মেঘলা চুল, যখন বাতাসেতে উড়ে,
রুপের বাহার ঝইরা পরে, থাকতে পারিনা দূরে । ‌

বন্ধু যখন সাজেরে দেখি, ঐ গোলাপ ফুলের মত,
গন্ধ ছড়ায় চারি ধারে, তারে যে ভাল লাগে তত ।

বন্ধুর মুচকি হাসি দেখে, রাতের চাঁদ লুকায় ডরে,
হাসিতে যেন জোছনা ঝরে, দেখলে প্রাণটা ভরে ।
ফাগুনের এইদিনে
বন্ধু ফাগুনের এইদিনে,
তনু মনে জড়ালে
তুমি ভালবাসার ঋণে ।

শফিক তপন
ক্যানবেরা,
১ ফাল্গুন ১৪২২

0.00 avg. rating (0% score) - 0 votes