শ্বাপদ

তোমার মনে এ কোন শ্বাপদ

নিরবে তুমি কার চাষ করো

কবি না কবিতার!

নির্লপ্ত আঁখিতে তোমার

কার স্বপ্ন সেটিয়ে রাখা!

কাকে তুমি অমরাবতী নগরের

বিচারক সাঁজিয়ে বলাতে চাও?

প্রিয় জান্হবী, তুমি মরিচিকা নাকি মন

তুমি মায়া নাকি কায়া-

আমি লেপ্টে থাকা ঐশ্বর্যে

তোমার কাছে সুখ ভিক্ষা চাইছি।

আমার স্বপ্নের ললাট ছুয়ে গেছে

ভাগ্য বিধাতার নিদারুন অভিশাপ

অভিশাপে অভিশাপে জর্জরিত আমি

আজ তোমার অমরাবতীতে আবাসের

অনুমতি চাইছি পূন: পূন: বার!!!

0.00 avg. rating (0% score) - 0 votes