শঙ্কিত

হ্যামারের বিক্ষিপ্ত আঘাতে তুমি,
বিস্মৃতির অতল গহ্বরে ।
তুষের অনল শিখা প্রজ্বলিত,
অন্তর , মর্মান্তরে ।
তুমি বরফের সেই এভারেস্ট চূড়া ,
আগুনেতে বিগলিত ;
অন্তরেতে চিঁর ধরেছে যে তোমার ,
সেই ভয়ে তুমি ভীত ।

নিকোটিন সম প্রিয় তুমি মোর ,
ছারিতে চাইলে কাঁদিব অঝোর,
মরিলে না ভুলিবো , চাইলে না পাইবো
পরজনমে আবার তোমার,
কৃষ্ণ হইয়া ফিরিয়া আসিবো ।
………………………… যোজন

 

0.00 avg. rating (0% score) - 0 votes