মনুষ্যত্ব

বিধাতা সৃষ্ট শ্রেষ্ট তুমি,
মানুষ তোমার নাম।
আড়ালেতে পশু লুকায়িত আছে,
বাস, এই ধরাধাম।
বিঁধানের সেই অমিত্র বানি, ‘মানুষেতে মনুষ্যত্ব’ ,
একি অসত্য , ভুল তত্ত;
যেথা সদাই মানুষ খুনের নদীতে
গোসল করিতে মত্ত !

‘মানুষ মানুষের জন্য’,
একে অপরে হত্যা করিবে,
করিয়া হইবে ধন্য !
ছিঃ কি জঘন্য।।
‘একে অপরের ভাই’,
তাই, তপ্ত ধাতু ছুতন্ত বেগে
মাংস ভেদীতে চাই।
………………………… যোজন

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “মনুষ্যত্ব

Comments are closed.