ঘুরিয়া আমি দিগ্বিদিক, ক্লান্ত পরবাসী
যেথায় যাই পথভূলে হই, ফের উদাসী।
যতই দেখি, সুখের বাসর এ নীলদর্পনে
আমাকে প্রতিহত করে পথিমধ্যে খানে
দোষের দোষী না হয়েও অপরাধী হই
অযথা কস্টের লাগাম টেনেছে সে ঐ-
ধুম্রশলাকায় আসক্তি; মানতে রাজী নই!
সে বলেছে, তার ভালোবাসার শক্তি কই?
এত সহজে ছাড়েনা পুরনো অভ্যাস এই
ভালোবাসার কসম দিয়ে, অশ্রুসিক্ত হই।
মস্তিকের স্নায়ুচাপ; আর সহ্য হয় না সই
বুঝেনা, ধুম্রাসক্ত আমি অবাধ্য কেন হই!
আমার কাছে দারুন লেগেছে ভাই ।
ধন্যবাদ ভাই