বুকে রাখবো জড়িয়ে

বুকে রাখবো জড়িয়ে //// শফিক তপন
————————————-
পূর্ণিমা চাঁদনীর পানে
কভু চেয়ে থাকবনা শুধু রাত্রিকে রব আমি জড়িয়ে,
আঁধার ঘুচিয়ে সুখের
তারায় তারায় তোমার আকাশ দেব আমি ভরিয়ে ।

তোমার বিদায় পৃথিবীর
এক প্রান্তে থেকে অপর প্রান্তে দেব আমি ছড়িয়ে,
প্রিয়তমাকে হারানোর
বেদনার অবিরল বর্ষণ অঝোরে দেব আমি ঝরিয়ে ।
———————————
কাব্যগ্রন্থঃ ‘বৈশাখী নারী’
প্রকাশকঃ: অন্যধারা
প্রকাশকাল : অমর একুশে বইমেলা ২০১৬ (স্টলঃ ১৯৯ ও ২০০)

0.00 avg. rating (0% score) - 0 votes