বদলা নেবো

বদলা নেবো-
অনামিকায় অঙ্গীকারের হীরে!
ফিরিয়ে নেবো আলিঙ্গনের উষ্ণ।

বদলা নেবো-
জড়িয়ে পায়ে প্রতিশ্রুতির নূপুর
ফিরিয়ে নেবো অনুরাগের স্পর্শ।

বদলা নেবো
মগ্ন নিবিড় সোহাগ স্বপ্ন বুকে
ফিরিয়ে নেবো প্রেম বিরহ দগ্ধ।
বদলা নেবো— বদলা নেবো–

নিউ ইয়র্ক, ১৬ ফেরুয়ারি’২০১৬

0.00 avg. rating (0% score) - 0 votes

৩ thoughts on “বদলা নেবো

Comments are closed.