আগুন নিয়ে খেলছো যখন
হাত পোড়ার ভয় কেন!
খেলো বন্ধু তোমার খেলা
আমি পরাজিত যোদ্ধা
আপন মনে ভয় গুটিয়ে থাকি।
প্রিয় বন্ধু তুমি এখন সফল
তুমি এখন বিপদ মুক্ত
আমি তোমাকেই বিজয়ী ঘোষনা করছি।
আমার ঘরে এটো, তোমার ঘরে শুদ্ধতা
আমার মনে কালি তোমার মনে স্পষ্টতা।
তবে তাই হোক
তুমি এগিয়ে যাও, আমি পিছিয়ে থাকি!!!