ভূলে যাওয়া বিকেল, ভূলে যাওয়া সন্দ্যা, জোস্না
ভূলে যাওয়া দিন, ভূলে যাওয়া সেই চরকেওয়ার,
চরমুসুরার মাটির রাস্তা, মুন্সীহাটের বিশাল সাকো,
টরকির খেয়াঘাট, পূবপূরূষের গোরস্তানা, বাবার স্কূল
বালুপথে হেটে যাওয়া নদীর ঘাট, বাদাম হ্মেত,
জমির চিকন হাতাল দিয়ে চলে যাওয়া শীতের ভেজা পথ,
লাঠি হাতে কাধে লাঙ্গল গরু তারিয়ে চলা পূবপুরুষ আমার।
সুকনো কচুরিপানায় জালিয়ে দেয়া আগুন
পরন্ত বিকেলে ঘুড়ি উরানোর আনন্দ
ভুলে যাওয়া মাইলের পর মাইল হলুদ শরষে ফুল,
পাকা গমের শীষে বাতাসের দোল,
ভূলে যাওয়া আমার ফেলে আসাদিন
হৃদয়ের মাঝে বাস্প হোয়ে চোখের দৃশটিকে ঝাপসা করে আজও।
পাগলার মাজারের মেলার নাগরদোলা
ভরা বষায় ভেশালে মাছ ধরা
মাইলের পর মাইল শাপলা পাতায় জল ফরিং লাফিয়ে চলা
বড়মিয়ার বাড়ীর আম চুরি, পুকুরে মাছ ধরা।
ভুতের ভয়ে টয়লেট চেপে রাখা।
একে একে সব হারাই, শুধু থাকে হৃদয়ে কিছু বাস্প
চোখের দৃশটিকে ঝাপসা করে আজও।
ক্যানবেরা
১২/০২/২০১৬